গোটা ক্রিকেটটাকেই যেন বদলে ফেলেছে ভারতীয় টি-টোয়েন্টি ক্রিকেটের আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এই পরিবর্তনের একটা বড় অংশ হল নেতিবাচক। তবে, এর মধ্যে কিছু ইতিবাচকতাও আছে।
গতকাল থেকে শুরু হয়েছে আইপিএলের অষ্টম আসরে ধারাভাষ্যকক্ষে দেখা যাবে এক ঝাক নারী ধারাভাষ্যকারকে। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ভারতীয় দলে খেলা অঞ্জুম চোপড়া, ইংল্যান্ডের ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার ইশা গুহা, অস্ট্রেলিয়ার ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার লিসা স্থালেকার ও অজি ক্রিকেটার মেলানি জোন্সদের কমেন্ট্রি প্যানেল রাখা হয়েছে।
এর আগে ইশাকে পাওয়া গিয়েছে আইপিএল-এ৷ এক্সট্রা ইনিংসের সময় নভজোত সিং সিধুর সঙ্গেই থাকতেন তিনি৷ কিন্তু বাকিরা এই মিলিয়ন ডলার ক্রিকেট লিগে অভিষেক করবেন৷ প্রতি ম্যাচেই অন্তত একজন করে নারী ধারভাষ্যকার থাকছেন। আইপিএলের ধারাভাষ্যকক্ষে থাকছেন সঞ্জয় মাঞ্জেরেকার, রবি শাস্ত্রী, হার্শা ভোগলে, আকাশ চোপড়া, রমিজ রাজা ও ডেভিড লয়েডরা।