হোয়াইটওয়াশ এড়াতে পারলোনা স্বাগতিকরা। তৃতীয় ও শেষ ওয়ানডেতে সফরকারী ভারতের কাছে হার ৮৩ রানে। টসে হেরে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ২৭৬ রান সংগ্রহ করে ভারত।
সেঞ্চুরি করে ১০৫ রানে অপরাজিত ছিলেন কেদার যাদব। জিম্বাবুয়ের পক্ষে দুটি উইকেট নেন নেভিল মাদজিভা। জবাবে জয়ের লক্ষ্যে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় স্বাগতিক জিম্বাবুয়ে। ওপেনার চামু চিভাবা ছাড়া কেউই উল্লেখযোগ্য ইনিংস খেলতে পারেননি। তিনি করেন সর্বোচ্চ ৮২ রান। শেষ পর্যন্ত ৪২.৪ ওভারে ১৯৩ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। ভারতের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন স্টুয়ার্ট বিনি। দুটি করে উইকেট নেন মোহিত শর্মা, অক্ষর প্যাটেল ও হরভজন সিং।
ভারত এ সফরে দুটি টি-২০ ম্যাচও খেলবে। ১৭ ও ১৯ জুলাই টি-২০ ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।