বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান পেস আক্রমণের জন্য হিথ স্ট্রিক অনেকাংশেই দায়ী। বাংলাদেশ দলের এই বোলিং কোচ কঠোর পরিশ্রম করে চলেছেন মুস্তাফিজুর রহমান- রুবেল হোসেনদের জন্য। এইমুহুর্তে তিনি ‘এ’ দলের হেড কোচ হয়ে অবস্থান করছেন ভারতে।
সেখানে ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে উঠে আসে বাংলাদেশ দলের বিভিন্ন বিষয়। দলের বর্তমান অবস্থা, মাশরাফির অধিনায়কত্ব, পেস বোলিং ও অন্যান্য বিষয় নিয়ে কথা বলেন।
বাংলাদেশ দলের পেস আক্রমণে নতুন অস্ত্র যোগ হয়েছে মুস্তাফিজুর রহমান। রুবেল হোসেনের মতো অভিজ্ঞ বোলারের সঙ্গে রয়েছেন তরুণ তাসকিন আহমেদও।
দলের এই তিন পেসারের ব্যাপারে দারুণ আশাবাদী হিথ। বললেন, ‘মুস্তাফিজ আমাদের জন্য আশীর্বাদ ছিলো। রুবেলও অসাধারণ , ওর বলে অবিশ্বাস্য গতি রয়েছে।’
অন্যদিকে তাসকিনকে নিয়ে আরো কাজ করার আছে বলে উল্লেখ করে বলেন, ‘তাসকিনের উচ্চতার সঙ্গে সঙ্গে একেবারে আলাদা ধরণের উন্মত্ত পেস রয়েছে তার বলে। একই সঙ্গে সফলতা পাওয়ার জন্য সবসময় ও ক্ষুদার্থ থাকে। আমি মনে করি, ভবিষ্যতে ও আরো ভালো করবে।’