বিশ্বকাপে দল নিয়ে বিসিবির বিপক্ষে কথা বলে সমালোচিত হয়েছিলেন দলের কোচ চান্ডিকা হাতুরেসিংহে। সেবার অস্ট্রেলিয়াতে বসে জানিয়েছিলেন, মনের মত দল পাননি তিনি। এই মন্তব্যে কম জল ঘোলা হয়নি। তবে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ নিয়ে নিজের খুশীর কথা জানালেন।
সোমবার সংবাদ সম্মেলনে স্কোয়াড নিয়ে কোচ বলেন, ‘দল নিয়ে আমি অনেক খুশী। জিম্বাবুয়ে টেস্টের দুজন দলে ফিরেছে(ইমরুল কায়েস ও শুভাগত হোম)। কায়েস জিম্বাবুয়ের বিপক্ষে শতক করে অন্যদিকে, শুভাগত টেস্ট সিরিজে বড় ভূমিকা রেখেছিলো। তাই আমি মনে করি, স্কোয়াডে ফেরার যোগ্যতা ওরা রাখে। আর এ নিয়ে আমিও খুশী।’
শ্রীলংকান কোচ হাতুরেসিংহের দায়িত্বেই প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলে বাংলাদেশ। এমনকি ১৬ বছর পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় এমনকি টি-টোয়েন্টিতেও জয় আসে তার সময়েই।