পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে চলে গেলেন নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার মাইক স্রিম্পটন। শনিবার ৭৪ বছর বয়সে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার কারনে মারা যান তিনি।
১৯৬৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হওয়া স্রিম্পটন কিউইদের হয়ে ১০টি টেস্টে মাঠে নামেন। অজিদের সাথে শেষবার ১৯৭৪ সালে মাঠে নামা পর্যন্ত তার সংগ্রহে ছিল ৫ উইকেট ও ২৬৫ রান।
ব্ল্যাক ক্যাপসদের হয়ে ক্যারিয়ার খুব একটা সমৃদ্ধ না হলেও ফার্স্ট ক্লাস ক্যারিয়ারে ১৮ বছর মাঠ দাপিয়েছেন। ১২২ ম্যাচে ৫৮১২ রানের পাশাপাশি লেগস্পিনে করেছেন ৮১ ব্যাটসম্যানকে শিকার। ১৯৬৯-৭৯ এরই মাঝে চার দফায় নেতৃত্ব দিয়েছেন সেন্ট্রাল ডিস্ট্রিককে।
ক্রিকেট থেকে অবসরের পর স্রিম্পটন নিউজিল্যান্ড মহিলা দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন এবং তার অধীনেই কিউই প্রমীলারা ২০০০ সালের বিশ্বকাপে জয়লাভ করে।