ক্যারিয়ারের বাজে সময় পার করছেন গলফ সম্রাট টাইগার উডস। সেরা ১০০ জন গলফারদের তালিকাতেও ঠাঁই পেলেন না সাবেক নাম্বার ওয়ান এই তারকা।
অথচ একসময় গলফে এককভাবে আধিপত্য বিস্তার করেছেন টাইগার উডস। আর সেই তারকারই এখন বাজে সময়। ১৯৯৬ সাল থেকে গলফ দুনিয়া দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। কিন্তু এই প্রথম একশোর বাইরে তাঁর নাম। বর্তমান র্যাংকিংয়ে ১০৪ নম্বরে রয়েছেন আমেরিকান তারকা।
১৪ বারের মেজর চ্যাম্পিয়ন উডস, পিঠের অস্ত্রোপচারের পর থেকেই খেলায় ফিরতে পারছেন না। খেলতে নেমেও পিঠের ব্যাথা অনুভব করে কোর্ট ছাড়তে হয়েছে তাঁকে। বর্তমানে খেলার বাইরে থাকতে হচ্ছে তাকে।
গত ফেব্রুয়ারিতেই শেষবার পিজিএ ট্যুর খেলেন তিনি। যদিও ৩৯ বছর বয়সী উডস মনে করছেন আবারও নিজের সেরা সময়ে ফিরবেন তিনি।