সিরিজের দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে জিতেছে টাইগাররা। এই ম্যাচ জিতে পিছিয়ে পড়া সিরিজে এনেছে ১-১ এ সমতা। আর এই জয়ে নিজেদের ব্যার্থতার পাশাপাশি বাংলাদেশকেও কৃতিত্ব দিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হাশিম আমলা।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমলা জানালেন নিজেদের ব্যার্থতার কথা। এসময় তিনি বলেন “ “আমাদের জন্য দিনটি মোটেই ভালো ছিল না। মিরপুরের এই উইকেট মোটেও ১৬০ রানে আউট হওয়ার মত ছিল না। আমরা ভালো ব্যাটিং করতে পারিনি।”
১৬৩ রানের আগে বাংলাদেশকে আটকে রাখা কঠিন ছিল তবে সুযোগ অবশ্য পেয়েছিল প্রোটিয়ারা “ আমাদের সামনে সুযোগ এসেছিল। শুরুতেই ওদের দুটি উইকেট নিতে পেরেছিলাম আমরা। কিন্তু সৌম্য সরকার দারুণ একটি ইনিংস খেলে ম্যাচটি বের করে নিয়ে গেছে।”
বাংলাদেশ প্লেয়ারদের প্রসংশা করে এই ডানহাতি ব্যাটসম্যান বলেন “বাংলাদেশকে কৃতিত্ব দিতেই হবে, ওরা সত্যিই ভাল খেলেছে। এই উইকেটে যেমন সময় নিয়ে খেলা প্রয়োজন ছিল আমরা তা পারিনি, কিন্তু ওরা তা পেরেছে।”