Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Sports Image

সেঞ্চুরি সমর্থকদের জন্য



উদযাপনে সমালোচকদের দেখিয়ে দেয়ার একটা ব্যাপার ছিল; তবে সমর্থকদের প্রতি ভালবাসাটা আগের মতই আছে তামিম ইকবালের। অন্তত ১৩৫ বলে ১৩২ রানের ইনিংস খেলার পর তিনি নিজে তেমনটাই বললেন। সেঞ্চুরিটা উৎসর্গ করলেন সমর্থকদেরই।

ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে তামিম বলেন, ‘আলহামদুলিল্লাহ!! দীর্ঘ প্রতীক্ষিত জয়ের অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারবো না। আর সাথে আমার সেঞ্চুরি; আমি খুব আনন্দিত যে সমর্থকদের জন্য বড় এই স্কোর করতে পেরেছি।’

আপাতত তামিমের লক্ষ্য এর ধারাবাহীকতা ধরে রাখা। বললেন, ‘ইনশাল্লাহ আমি এভাবেই খেলে যেতে পারবো। আশা করি, আমার সমর্থক আর সতীর্থরা এভাবেই আমার উপর বিশ্বাস রাখবেন।