ইউএস ওপেনে মেয়েদের এককের চতুর্থ রাউন্ডে সেরেনা উইলিয়ামস ও ভেনাস উইলিয়ামসের সরাসরি সেটে জিতে কোয়ার্টার-ফাইনালে উঠেছেন। আর শেষ আটে বড় বোন ভেনাসের মুখোমুখি বিশ্বের এক নম্বর খেলোয়াড় ছোট বোন সেরেনা।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে রোববার স্বদেশি ম্যাডিসন কিসকে ৬-৩, ৬-৩ গেমে হারান স্বাগতিক দেশের সবচেয়ে বড় তারকা সেরেনা। আর দুই বারের ইউএস ওপেন জয়ী ভেনাস এস্তোনিয়ার আনেত্ত কোন্তাভেইতকে হারান ৬-২, ৬-১ গেমে।
এর আগে উইলিয়ামস পরিবারের দুই মেয়ে ২৬বার মুখোমুখি হয়েছেন। মুখোমুখি লড়াইয়ে বড় বোনের চেয়ে এগিয়ে সেরেনা। ১৫বারই ভেনাসকে হারান তিনি। আর ভেনাসের জয় ১১টিতে।
এবারও ভেনাসকে হারিয়ে সেমি-ফাইনাল নিশ্চিত করার বিষয়ে সংকল্পবদ্ধ সেরেনা। মেয়েদের টেনিসে চতুর্থ খেলোয়াড় হিসেবে এক বছরে সবকটি (৪টি) গ্র্যান্ড স্ল্যাম জয়ের পথে আছেন ৩৫ বছর বয়সী যুক্তরাষ্ট্রের এই তারকা।