পৃথিবীতে এমন কিছু প্লেয়ার আছে যাদের প্রতিভা প্রকাশের সুযোগ খুব কম। কিন্তু যখন সুযোগ পান তখন পুরো পৃথিবীকে নিজের জাত চিনিয়ে দেন। নিজের প্রতিভার পুরো বায়োডাটা জানিয়ে দেন। ঠিক তেমনি আয়ারল্যান্ডের টপ অর্ডার ব্যাটসম্যান “এড জয়েস”। যার পারফর্ম করার ক্ষেত্র খুবই সীমিত। অবশ্য এর অনেক কারণ রয়েছে।
প্রথমত, আয়ারল্যান্ড আইসিসির সহযোগী দেশ হওয়াতে বছরে ১০/১২ টির বেশি ম্যাচ খেলা তাঁদের ভাগ্যে জোটে না। যেগুলো জোটে তাও আবার নিম্ন সারির দলের সাথে। ফলে ভালো পারফর্ম করলেও তেমন নজরে আসে না দ্বিতীয়ত, যতগুলো ম্যাচ ভাগ্যে জোটে তাও আবার নিম্ন সারির দলের সাথে। ফলে ভালো পারফর্ম করলেও তেমন নজরে আসে না। তাই এড জয়েসের মত প্লেয়াররা সুযোগ পেলে পারফর্ম করার মঞ্চ হিসেবে বড় দলকেই বেছে নেন। যেমন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজ দেশ আয়ারল্যান্ডকে জেতাতে পেশাদার খেলোয়াড়ের মত খেলেন দায়িত্বশীল ৮৪ রানের একটি ইনিংস। আরেক টেস্ট প্লেয়িং ন্যাশন জিম্বাবুয়েকে হারাতে আজকেও বীরের বেশে করেন ১১২ রানের দুর্দান্ত একটি ইনিংস।
এড জয়েস যদি অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা কিংবা ইংল্যান্ডে জন্মাত তাহলে তাঁকে নিয়ে মাতামাতির শেষ থাকতো না। কিন্তু তাঁর দুর্ভাগ্য সে আয়ারল্যান্ডে জন্মেছে। যদিও একসময় ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের নজরে পরে কয়েকদিন ইংলিশ জাতীয় দলের হয়ে খেলেছিলেন। পরে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের উপেক্ষার জন্য আইসিসির মধ্যস্থতায় আবার নিজের জন্মস্থান আইরিশ দলেই প্রত্যাবর্তন করেন।
তাছাড়া, আরও উপরের সারির কোনো দলের হয়ে খেললে মায়াবী চেহারার কারণে রমণীরা জয়েসের জন্য উন্মাদ থাকতো এ কথা নিশ্চিত ভাবেই বলা যায়!