বিশ্বকাপের সময় থেকে বাংলাদেশ আছে স্বপ্নের ফর্মে। ফর্মের ধারাবাহিকতা রক্ষার্থে এবার বাংলাদেশের সামনে পাকিস্তান বধের পালা। কিন্তু পাকিস্তানের বিপক্ষে যে রেকর্ড টা একদম ই ভালোনা মাশরাফি বাহিনীর। ১৯৯৯ সালের বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে জয়ের পর পাকিস্তানের বিপক্ষে আর জয় পায় নি বাংলাদেশ।
পাকিস্তানের বিপক্ষে জয় না পাওয়ার কারণ সম্পর্কে মাহমুদউল্লাহর কাছে জানতে চাইলে প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকারে তার সোজাসাপ্টা জবাব, ‘পাকিস্তানের বিপক্ষে আমাদের পারফরম্যান্স ভালো হয় না, তাই জিতি না। এখানে অন্য কোনো সমস্যা নেই।’
গত ১৬ বছরে কেন বাংলাদেশ পারেনি, এবার বাংলাদেশ পারবে! এমন আশায় আশান্বিত রিয়াদ। তাই তো বলেই ফেললেন, ‘এত দিন যা হয়েছে তার সঙ্গে এবারের সিরিজেই পার্থক্য দেখতে পারবেন আপনারা। আমরা এখন যেভাবে খেলছি শুধু সেই ধারাবাহিকতাটা ধরে রাখতে হবে। বিশ্বকাপের পর সবাই এখন অনেক আত্মবিশ্বাসী।’