উপচে পড়া গ্যালারিতে ক্ষণে ক্ষণেই ‘বাংলাদেশ, বাংলাদেশ’ আওয়াজ। স্টেডিয়ামের পাশ ঘেরা বাড়ির ছাদ, অদূরে ওসমানী মেডিকেল কলেজের সরকারি কোয়ার্টারের আকাশছোঁয়া পানির ট্যাংক কোথায় নেই দর্শক। কারও হাতে জাতীয় পতাকা। কারও হাতে প্ল্যাকার্ড। কেউ এনেছে বাদ্যযন্ত্র।
সিলেটসহ পুরো বাংলাদেশের ফুটবলপ্রেমীদের আনন্দ উপহার দিতে নিজেদের উজাড় করে খেলল বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। সিলেটের জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে উত্তেজনার পারদ ক্ষণে ক্ষণে যেনো বেড়েই চলেছিলো। শেষ পর্যন্ত ট্রাইবেকারেই নির্ধারণ হল সাফ ফুটবলের নতুন চ্যাম্পিয়ন। আর সেই চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ ফুটবল দল।
প্রথমার্ধে কোন দলই গোলের সুযোগ পেলো না। তবে দ্বিতীয়ার্ধ শুরু হতে না হতেই গোল পেয়ে গেলো বাংলাদেশের কিশোররা। ৪৭ মিনিটেই শাওনের ক্রস থেকে দুর্দান্ত এক শটে ভারতের জাল কাঁপিয়ে দিলেন ফাহিম মোর্শেদ। ১-০ গোলে এগিয়ে গেলো বাংলাদেশ।
তবে লিড নিয়েও বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বাংলাদেশের কিশোররা। ৬৪ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে বাংলাদেশের জালে বল জড়িয়ে দেন ভারতের অময় অবিনাশ। এই গোলেই সমতায় ফেরে ভারত।
শেষ পর্যন্ত ১-১ গোলেই শেষ হলো নির্ধারিত ৯০ মিনিটের খেলা। কিশোরদের টুর্নামেন্ট বলে এখানে অতিরিক্ত ৩০ মিনিট খেলার নিয়ম নেই। সুত
শ্বাসরুদ্ধকর ট্রাইবেকারে ৪-২ এ গোল ব্যবধানে হারিয়ে প্রথম বারের মত সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ।