বিশ্বকাপ জয় করেই ক্রিকেটকে বিদায় জানাল মাইকেল ক্লার্ক। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ২০১৫ বিশ্বকাপে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয়েছে। রানার্স আপ হয়েছে আরেক স্বাগতিক দেশ নিউজিল্যান্ড। বিশ্বকাপ শুরুর আগে থেকেই মাইকেল ক্লার্কের অস্ট্রেলিয়া ছিল এই বিশ্বকাপ জিতার অন্যতম দাবিদার এবং বিশ্বকাপ শেষে তাই দেখল ক্রিকেট বিশ্ব।
তারা এই বিশ্বকাপে শুরু থেকেই দারুণ খেলছে। আর ক্লার্ক পুরা টুর্নামেন্টের তেমন খেলতে না পারলেও ফাইনালে এসে জ্বলে উঠল তার ব্যাট, আজকে তার ক্রিকেটের জীবনের শেষ ইনিংসে ৭৪(৭২) রান করল এবং তার দল ৭ উইকেটের বিশাল জয় পায়। তার এই অসাধারণ ইনিংসের কারণেই সহজ পায় অস্ট্রেলিয়া।
তাই ক্লার্কের বিদায় অসাধারণ হয়েছে তা চোখ বন্ধ করেই বলে দেয়া যায়। অস্ট্রেলিয়ার হয়ে ক্লার্ক একদিনের ক্রিকেটে ২৪৫ ম্যাচ খেলে করেছেন ৭৯৮১ রান শতক হাকিয়েছে ৮ টি পঞ্চাশ পেয়েছে ৫৮ টি। অস্ট্রেলিয়ার জার্সি পড়ে তাকে এখন আর দেখা যাবে না কিন্তু তার কৃতিত্বের কথা মনে রাখবে পুরা বিশ্ব। সবার মনেই গাথা থাকবে মাইকেল ক্লার্কের নাম।