ছবিটা ভারতেই তোলা। তারাই আসলে চান না আইপিএল। কারণ মানি লিগ আইপিল কোনো ক্রিকেট হতে পারেননা। এটা কেবলই ক্রিকেটের নামে ব্যবসা। শুরু থেকেই আইপিএলে রয়েছে ফিক্সিং বিতর্ক। এখনও আইপিএলের বিরুদ্ধে মামলা ঝুলে আছে। কিন্তু ক্ষমতা আর অর্থের দাপটে মামলাও দমাতে পারেনি আইপিএলকে। কিন্তু ঠিকই ক্রিকেটের যে স্পিরিট সেটা ধ্বংস হয়ে গেছে।
এই আইপিএলের কারণেই ১৪ দলের বিশ্বকাপ হয়ে যাচ্ছে ১০ দলের। একটা দেশের ঘরোয়া লিগকে কিভাবে আইসিসিরি এফটিপিতে স্থায়ী জায়গা দেয়া হয় সেটা কারও বোধগম্য হওয়ার কথা নয়। ক্ষমতার দাপটে সবই সম্ভব । তবে এসব কিছুতে খুশি নন কিছু বিশুদ্ধ ভারতীয় যারা এই লিগকে ইন্ডয়ান পায়সা লুট লিগ বলছেন। সত্যিকার অর্থেই আইপিএল একদিকে যেমন ভারতকে বিশ্বক্রিকেটের বড় মোড়ল বানিয়েছে তেমনি ক্রিকেট ধ্বংসের মহাগুরুর তকমাটাও দিয়েছে তাদেরকে। তাই এসব নিয়ে ভারতীয় আমজনতারা খুশি নন।