গতপরশু রাতেই চ্যাম্পিয়নস লীগ ফাইনালে জুভেন্টাসকে হারিয়ে ৫ম বারের মত ইউরোপ চ্যাম্পিয়নস লীগ শিরোপা জিতেছে বার্সেলোনা। রাকিটিচ, সুয়ারেজ আর নেইমারের গোলে তুরিনের ওল্ড লেডি জুভেন্টাসকে ৩-১ গোলে হারিয়েছে কাতালানরা।
ম্যাচশেষে বার্সেলোনার কোচ লুইস এনরিকে জানালেন, “দুর্দান্ত প্রতিপক্ষের বিপক্ষে কঠিন একটি ফাইনাল খেলতে হয়েছে বার্সেলোনাকে, তবে জয়টি বার্সেলোনারই প্রাপ্য ছিল।”
২০০৯ সালের পর দ্বিতীয়বার ট্রেবল জয়ের ম্যাচে শুরু থেকেই দারুণ ফুটবল খেলা শিষ্যদের প্রশংসা করে সাবেক এই মিডফিল্ডার বলেন “ছেলেরা আজ শুরু থেকেই দারুণ খেলেছে।” সেইসাথে এই কোচ আরো বললেন “তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, তাদের খেলার মান ও বোঝাপড়া নিয়ে আমার কোন সন্দেহ নেই। নিঃসন্দেহে গত ১০ বছর ধরে বার্সেলোনা ইউরোপের সেরা ক্লাব।”