Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Sports Image

হুট করেই কোচ পরিবর্তন করলো বাংলাদেশ




হঠাৎ করেই কোচের পদে রদবদল করলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বুধবার রাতে বোর্ড সূত্রে এই তথ্য জানা যায়।

এর অর্থ দাঁড়াচ্ছে ডাচ কোচ লুডভিক ডি ক্রুইফকে আর দেখা যাবে না বাংলাদেশ ফুটবল দলের সাথে। নতুন কোচ হতে যাচ্ছেন ইতালিয়ান কোচ ফ্যাবিও লোপেজ। তিনি উয়েফার ‘বি’ লাইসেন্সধারী।

ইতালিয়ান ক্লাব এএস রোমার অ্যাকাডেমি থেকে উঠে এসেছেন ফ্যাবিও লোপেজ। ছিলেন গোলরক্ষক। তবে, ১৯৯২-৯৩ সালে হাটুর ইনজুরির কারণে ক্যারিয়ার তার আর খুব বেশি এগোতে পারেনি।

এরপরে কোচিংয়ের দিকে ঝুঁকে যান লোপেজ। ২০০৫ সাল থেকে তিনি ফিওরেন্টিনার ‘স্কাউট’ হিসেবে কাজ করেন। এরপর তিনি লিথুনিয়া, মালয়েশিয়া, মালদ্বীপের ঘরোয়া ফুটবলে কাজ করেছেন।