এবারের বিপিএলের ছয় দলে প্রায় ৬০ জন বিদেশি ক্রিকেটার অংশ নিচ্ছেন। এর মধ্যে অনেকেই ইতিমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন। অনেক ক্রিকেটার তাদের জাতীয় দলের সঙ্গে থাকায় আসতে পারেননি। তারাও ঠিক সময়ে চলে আসবেন বলে দলগুলো থেকে জানানো হয়েছে।
এসব ক্রিকেটারের মধ্যে অনেকেই আছেন যারা এরআগেও বিপিএল খেলেছেন। বিপিএল খেলার অভিজ্ঞতা আছে ক্রিস গেইল, শহীদ আফ্রিদি, সাঈদ আজমল, তিলকারত্নে দিলশানদের মতো তারকা ক্রিকেটারদের। কিন্তু এবারের আসরে ডাক পাওয়া অনেক ক্রিকেটারই আছেন যারা প্রথমবারের মতো এই টুর্নামেন্টে অংশ নিতে এসেছেন।
প্রথমবার খেলতে আসার এই তালিকায় আছেন কুমার সাঙ্গাকারা, উমর আকমল, শোয়েব মালিক, মোহাম্মদ ইরফান, ড্যারেন স্যামিদের মতো তারকা ক্রিকেটাররাও। সব মিলিয়ে এই আসরে এবার মোট ২৫ জন বিদেশি ক্রিকেটার প্রথমবারের মতো অংশ নিচ্ছেন। এমন ক্রিকেটার কোন দলে কজন আছেন এক নজরে দেখে নেয়া যাক-
বরিশাল বুলস : ইমাদ ওয়াসিম (পাকিস্তান), এভিন লুইস (ওয়েস্ট ইন্ডিজ), সেকুগে প্রসন্ন (শ্রীলঙ্কা)।
চিটাগং ভাইকিংস : চামারা কাপুগেদারা (শ্রীলঙ্কা), জীবন মেন্ডিস (শ্রীলঙ্কা), মোহাম্মদ আমির (পাকিস্তান), রবিন পিটারসেন (দ. আফ্রিকা), উমর আকমল (পাকিস্তান)।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স : নুয়ান কুলাসেকারা (শ্রীলঙ্কা), ক্রিশমার সানটোকি (ওয়েস্ট ইন্ডিজ), শোয়েব মালিক (পাকিস্তান), লাহিরু থিরিমান্নে (শ্রীলঙ্কা)।
ঢাকা ডাইনামাইটস : কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা), ডেভিড মালান (ইংল্যান্ড), মোহাম্মদ ইরফান (পাকিস্তান), সোহেল খান (পাকিস্তান), ইয়াসির শাহ (পাকিস্তান)।
রংপুর রাইডার্স : কুইন্টন ডি কক (দ. আফ্রিকা), মিসবাহ উল হক (পাকিস্তান), থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), ড্যারেন স্যামি (ওয়েস্ট ইন্ডিজ), লেন্ডল সিমন্স (ওয়েস্ট ইন্ডিজ), ওয়াহাব রিয়াজ (পাকিস্তান), সচিত্র সেনানায়েকে (শ্রীলঙ্কা)।
সিলেট সুপার স্টার্স : ক্রিস জর্ডান (ইংল্যান্ড)।