আসন্ন পাকিস্তান সুপার লিগের(পিএসএল) উদ্বোধনী ম্যাচে আমন্ত্রণ পাননি সাবেক অধিনায়ক ইউনিস খান। আর বোর্ডের কাছ থেকে এমন ব্যবহার পেয়ে দারুণ চটেছেন পাকিস্তানের অন্যতম সেরা এই ব্যাটাম্যান।
টেস্ট ও ওয়ানডে ম্যাচে এখন আর অধিনায়ক নন ইউনিস। যদিও আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলের নেতৃত্ব দেবেন তিনি। তারপরেও পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছ থেকে পিএসএলের উদ্বোধনী ম্যাচে আমন্ত্রিত হননি ইউনিস। তাই পিসিবি-র বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন এই প্রাক্তন অধিনায়ক।
ইউনিস খান বলেছেন, ‘আমাকে পাকিস্তান সুপার লিগের উদ্বোধনে আমন্ত্রণ করা হয়নি। পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে আমার অবদান ও পাকিস্তান ক্রিকেটের অবদান ওরা (পিসিবি) উপেক্ষা করেছে।’
একইসঙ্গে ইউনিস বলেন, ‘আমাকে আমন্ত্রণ না করার একটা ভালো দিকও রয়েছে৷ আমি পিএসএলে থাকব কি না সেটারও একটা সরাসরি বার্তা ওরা দিয়ে দিলো।’