Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Sports Image

পিসিবির বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন ইউনিস



আসন্ন পাকিস্তান সুপার লিগের(পিএসএল) উদ্বোধনী ম্যাচে আমন্ত্রণ পাননি সাবেক অধিনায়ক ইউনিস খান। আর বোর্ডের কাছ থেকে এমন ব্যবহার পেয়ে দারুণ চটেছেন পাকিস্তানের অন্যতম সেরা এই ব্যাটাম্যান।

টেস্ট ও ওয়ানডে ম্যাচে এখন আর অধিনায়ক নন ইউনিস। যদিও আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলের নেতৃত্ব দেবেন তিনি। তারপরেও পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছ থেকে পিএসএলের উদ্বোধনী ম্যাচে আমন্ত্রিত হননি ইউনিস। তাই পিসিবি-র বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন এই প্রাক্তন অধিনায়ক।

ইউনিস খান বলেছেন, ‘আমাকে পাকিস্তান সুপার লিগের উদ্বোধনে আমন্ত্রণ করা হয়নি। পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে আমার অবদান ও পাকিস্তান ক্রিকেটের অবদান ওরা (পিসিবি) উপেক্ষা করেছে।’

একইসঙ্গে ইউনিস বলেন, ‘আমাকে আমন্ত্রণ না করার একটা ভালো দিকও রয়েছে৷ আমি পিএসএলে থাকব কি না সেটারও একটা সরাসরি বার্তা ওরা দিয়ে দিলো।’