Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Sports Image

বস অব অল রাউন্ডার্স- এবিডি ভিলিয়ার্স



বর্তমান ক্রিকেট বিশ্বে যাদেরকে অবসর পরবর্তি কিংবদন্তি হিসেবে ধরা হচ্ছে, তাদের মধ্যে অন্যতম দক্ষিন আফ্রিকার ব্যাটিং জিনিয়াস আব্রাহাম ডি ভিলিয়ার্স। অনেকের মতে বর্তমান ক্রিকেট বিশ্বের সবচেয়ে নির্ভরশিল শৈল্পিক ব্যাটসম্যান তিনি, আবার কারো কারো মতে তার মত সফল হার্ডহিটারের দেখা পাওয়া দুস্কর।

তবে যে যেমনই বলুক, ক্রিকেটাঙ্গনে একজন সম্পূর্ণ ব্যাটসম্যানের কাছ থেকে যা কিছু আশা করা যায়, তার সবটুকুই রয়েছে ডি ভিলিয়ার্সের মধ্যে। তবে এর চেয়ে মজার বিষয় হচ্ছে, ক্রিকেটের সফল এই মহাতারকা কেবলই একজন ক্রিকেটার নন। তিনি একাধারে একজন ফুটবলার,গলফার, সাঁতারুও। খেলেছেন বিভিন্ন পর্যায়ের হকি, রাগবি ও ব্যাডমিন্টনও।

কি ভাবছেন ? একজন মানুষের পক্ষে এত কিছু করা কিভাবে সম্ভব ! সে প্রশ্নের উত্তর স্বয়ং ডি ভিলিয়ার্সের মুখ থেকেও কখনো শোনা যায়নি। তবে মুখে না বললেও ডি ভিলিয়ার্সের অতিত বলছে, এমন অসম্ভবকে সম্ভব করেই একসাথে এতগুলো খেলার সাথে যুক্ত ছিলেন তিনি। শুধু তাই নয়, মেধার ঝলক দেখিয়ে জিতেছিলেন আফ্রিকান জাতিয় পুরস্কার “মেন্ডেলা অ্যাওয়ার্ড্‌ও।” দক্ষিন আফ্রিকার হয়ে যেমন ক্রিকেট মাঠ মাতাচ্ছেন, তেমনি সুযোগ পেয়েছিলেন দক্ষিন আফ্রিকান জাতিয় হকি ও ফুটবল দলেও। খেলেছেন ঘরোয়া রাগবি ও ব্যাডমিন্টনেও।

চলুন এক নজরে দেখে নেয় দক্ষিন আফ্রিকান ক্রিকেটার এ বি ডি ভিলিয়ার্সের অন্যান্য প্রতিভাঃ 
# জাতিয় ফুটবল দলে ডাক পেয়েছিলেন।

# জাতিয় হকি দলে ক্যাম্প করেছিলেন।

#জুনিয়র রাগবি দলকে নেতৃত্ব দিয়েছিলেন।

# জুনিয়র সাঁতার প্রতিযোগিতায় পুরস্কার জিতেছিলেন।

# বয়সভিত্তিক ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন হয়েছিলেন।

# জাতিয় বিজ্ঞান প্রজেক্টের জন্যে মেন্ডেলা অ্যাওয়ার্ড জিতেছিলেন।

# ঘরোয়া পর্যায়ে গলফ খেলেছিলেন।

আরেক আফ্রিকান কিংবদন্তি অলরাউন্ডার জ্যাক ক্যালিসের ভাষায়, “আপনি ক্রিকেটার ডি ভিলিয়ার্স হওয়ার স্বপ্ন দেখতে পারেন, কিন্তু ব্যাক্তি ডি ভিলিয়ার্স নয়।