ক্রিকেটে খেলায় প্রতিপক্ষের ১০ ব্যাটসম্যানকে আউট করার সুযোগ থাকে বোলারদের। একাই কোনো দলের ৭ উইকেট শিকার করা তাই চট্টিখানি কথা নয়। আর সেই ৭ উইকেট যদি হয় কোনো রান খরচ না করে তাহলে তো কথাই নেই।
জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে গত পরশু এমনই অবিশ্বাস্য কীর্তি গড়লেন বাঁহাতি পেসার মিরাজুল হক। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কোনো রান না দিয়েই বান্দরবানের ৭ ব্যাটসম্যানকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়েছেন চট্টগ্রামের হয়ে খেলা এই পেসার। ম্যাচশেষে মিরাজুলের ফিগার দাড়ায় ৪-৪-০-৭ !
তার এই দুর্দান্ত বোলিং পারফর্মেন্সে তার দল চট্টগ্রাম পেয়েছে ১৬১ রানের বিশাল জয়। চট্টগ্রামের করা ১৭২ রানের জবাবে ৭.১ ওভারেই মাত্র ১১ রানেই গুটিয়ে যায় বান্দরবান। অনবদ্য বোলিং পারফর্মেন্সের কারনে খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন মিরাজুল হক।