Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Lifestyle Image

খাবার পুড়ে গেলে- পোড়া পোড়া গন্ধ দূর করতে করণীয়



*পোলাও , বিরিয়ানি, খিচুড়ি কিংবা যে কোনও চাল জাতীয় খাবার রান্না করতে গিয়ে পুড়ে পোড়া গন্ধ হয়ে গেলে খাবারের পরিমাণ বুঝে কয়েক টুকরো পাউরুটি পোড়া খাবারের উপরে দিয়ে ঢেকে দিন।

*দশ মিনিট অপেক্ষা করুন। এর মাঝেই এই রুটি শুষে নেবে পোড়া গন্ধটা।
...পরিবেশনের সময় অবশ্যই সাবধান থাকবেন, যেন হাঁড়ির নিচ থেকে পোড়া খাবারটা তুলে না আনেন।