চেয়ার-টেবিল, ফ্রিজ, কিচেন সিঙ্ক এসব পরিষ্কার করতে যে ক্লিনার ব্যবহার করা হয় তা দামী এবং বেশীরভাগ সময়েই ক্ষতিকর রাসায়নিকে তৈরি। এর চাইতে নিজেই তৈরি করে নিন না এসব পরিষ্কার করার একটি স্প্রে! বলতে গেলে কোনো খরচই হবে না আর মোছামুছি শেষে মিষ্টি একটি গন্ধ ছড়িয়ে পড়বে আপনার ঘরে।
উপকরণ:
- ২ কাপ লেবু এবং কমলার খোসা
- ২ কাপ ভিনেগার
- মেশানোর জন্য কাঁচের কৌটা
- স্প্রে বোতল
প্রণালী:
১) কাঁচের কৌটার তলায় লেবু এবং কমলার খোসা দিয়ে একটি স্তর তৈরি করুন। এর ওপরে ঢেলে দিন ভিনেগার। কৌটার মুখ বন্ধ করে একটি অন্ধকার, ঠাণ্ডা জায়গায় রেখে দিন এক সপ্তাহ। কিচেন ক্যাবিনেট, আলমারি বা ক্লজেটের এক কোনায় রেখে দিতে পারেন।
২) লেবু এবং কমলার খোসায় থাকে লিমোনিন, এটি ঘর পরিষ্কার রাখতে সাহায্য করে আর ভিনেগার জীবাণু ধ্বংস করে। দুটি একসাথে রাখার ফলে যে মিশ্রণ তৈরি হয় তা ক্লিনার স্প্রে এর মতোই কাজ করবে। এক সপ্তাহ পর কৌটা থেকে তরলটুকু ছেঁকে স্প্রে বোতলে ভরে নিন। তৈরি হয়ে গেলো আপনার আসবাব পরিষ্কার করার স্প্রে।
৩) এই স্প্রে ব্যবহার করে পরিষ্কার করতে পারেন কাঠের আসবাবপত্র, কিচেনের বিভিন্ন অনুষঙ্গ এমনকি বাথরুম পরিষ্কার করতেও একে কাজে লাগাতে পারেন।