প্রিয়জনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে মেনে চলুন নিয়মগুলো
এতে করে নিজেদের প্রতি বিশ্বাস নস্ট হয়ে যায়। ফলে একটা সম্পর্ক অচিরেই ধংস হয়ে যায়। কিছু নিয়ম মেনে চললে আপনার সম্পর্ক থাকবে সব সময় নতুনের মতো। ভালবাসায় মাখামাখি থাকবেন সবসময়।
আসুন জেনে নেই নিয়মগুলো:
পজিটিভ কথা বলুন। ভালবাসা প্রকাশ করুন, প্রশংসা করুন, কাজের মূল্যায়ন করুন। কোন কথা বললে মন দিয়ে শুনুন। যেকোন সিদ্ধান্ত নিতে হলে দুজনে মিলে সিদ্ধান্ত নিন। সময় পেলে বাইরে ঘুরতে বের হন। রেস্টুরেন্ট খেতে যান। প্রিয়জনকে স্পেশাল ডে গুলোতে গিফট দিন সেটা অল্প টাকার হলেও সমস্যা নেই। স্পেশাল ডেগুলোতে উইশ করুন। যতটুকু সম্ভব একে অপরের কাজে সাহায্য করুন। কাছা কাছি থাকলে হাত দরে একটু হাটতে পারন। দেখবেন মনে হবে পৃথিবীর সবচাইতে সুখি মানুষ আপনি। মাঝে মাঝে জড়িয়ে ধরুন ভালবাসি কথাটি সুন্দর ভাবে বুঝিয়ে বলুন। হাতটা ধরে বলেই দেখুন না ... আমি আছি তো তোমার জন্য। দেখবেন কতটা সাহস পেয়ে সামনের দিকে এগিয়ে যায় আপনার কাছের মানুষটি। ভালো কাজে উৎসাহ দিন। সুখ দু:খ শেয়ার করুন। এরপরও যেকোন সময় কথা কাটাকাটি লাগতে পারে সে সময় ধৈর্য ধরে বুঝার চেষ্টা করুন সমস্যাটি কি। তারপর বুঝিয়ে বলুন আপার প্রিয় মানুষটিকে। পরিবারের সবাইকে নিয়ে হ্যাপি থাকার ট্রাই করবেন। সবার বিষয় মাথায় রাখবেন। সবাই মিলেই কিন্তু নিজ স্তবা হয় এইটা মনে রাখবেন। বিপদের সময় বিচলিত না হয়ে মাথা ঠান্ডা রেখে যুক্তি বুদ্ধি করে সিদ্ধান্ত নিন।
আশা করি উরের নিয়ম গুলো মানলে অবশ্যই আপনি সুখি হতে পারবেন এবং প্রিয়জনদের সাথে সুসম্পর্ক টিকিয়ে রাখতে পারবেন।
এতে করে নিজেদের প্রতি বিশ্বাস নস্ট হয়ে যায়। ফলে একটা সম্পর্ক অচিরেই ধংস হয়ে যায়। কিছু নিয়ম মেনে চললে আপনার সম্পর্ক থাকবে সব সময় নতুনের মতো। ভালবাসায় মাখামাখি থাকবেন সবসময়।
আসুন জেনে নেই নিয়মগুলো:
পজিটিভ কথা বলুন। ভালবাসা প্রকাশ করুন, প্রশংসা করুন, কাজের মূল্যায়ন করুন। কোন কথা বললে মন দিয়ে শুনুন। যেকোন সিদ্ধান্ত নিতে হলে দুজনে মিলে সিদ্ধান্ত নিন। সময় পেলে বাইরে ঘুরতে বের হন। রেস্টুরেন্ট খেতে যান। প্রিয়জনকে স্পেশাল ডে গুলোতে গিফট দিন সেটা অল্প টাকার হলেও সমস্যা নেই। স্পেশাল ডেগুলোতে উইশ করুন। যতটুকু সম্ভব একে অপরের কাজে সাহায্য করুন। কাছা কাছি থাকলে হাত দরে একটু হাটতে পারন। দেখবেন মনে হবে পৃথিবীর সবচাইতে সুখি মানুষ আপনি। মাঝে মাঝে জড়িয়ে ধরুন ভালবাসি কথাটি সুন্দর ভাবে বুঝিয়ে বলুন। হাতটা ধরে বলেই দেখুন না ... আমি আছি তো তোমার জন্য। দেখবেন কতটা সাহস পেয়ে সামনের দিকে এগিয়ে যায় আপনার কাছের মানুষটি। ভালো কাজে উৎসাহ দিন। সুখ দু:খ শেয়ার করুন। এরপরও যেকোন সময় কথা কাটাকাটি লাগতে পারে সে সময় ধৈর্য ধরে বুঝার চেষ্টা করুন সমস্যাটি কি। তারপর বুঝিয়ে বলুন আপার প্রিয় মানুষটিকে। পরিবারের সবাইকে নিয়ে হ্যাপি থাকার ট্রাই করবেন। সবার বিষয় মাথায় রাখবেন। সবাই মিলেই কিন্তু নিজ স্তবা হয় এইটা মনে রাখবেন। বিপদের সময় বিচলিত না হয়ে মাথা ঠান্ডা রেখে যুক্তি বুদ্ধি করে সিদ্ধান্ত নিন।
আশা করি উরের নিয়ম গুলো মানলে অবশ্যই আপনি সুখি হতে পারবেন এবং প্রিয়জনদের সাথে সুসম্পর্ক টিকিয়ে রাখতে পারবেন।