Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Lifestyle Image

নিজেই তৈরি করে ফেলুন টয়লেট পরিষ্কারের সাবান




কমোডের দুর্গন্ধ দূর করার জন্য এক ধরণের সাবান কমোডে ফেলে দিতে হয় যেগুলো সুবাস ছড়ায় পুরো টয়লেটে। এগুলো কিনতে খুব একটা পাওয়া যায় না, দামটাও চড়া। বরং আপনি নিজেই বাড়িতে তৈরি করে নিতে পারেন এই সাবানগুলো। টাকাও বাঁচবে, নিজের পছন্দের সুগন্ধটাও বেছে নিতে পারবেন আপনিই।

যা যা লাগবে
- এক কাপ বেকিং সোডা
- সিকি কাপ সাইট্রিক এসিড
- আধা চা চামচ ভিনেগার
- এক টেবিল চামচ হাইড্রোজেন পারক্সাইড
- ১৫/২০ ফোঁটা পছন্দের এসেনশিয়াল অয়েল
- বড় ট্রে
- অ্যালুমিনিয়াম ফয়েল
- মেজারিং স্পুন
- স্প্রে বোতল

যা করতে হবে
১) একটি বড় কাঁচের বোলে বেকিং সোডা নিন। এরপর একটি কাঁটাচামচ ব্যবহার করে ভালো করে গুঁড়ো আলাদা করে নিন যাতে ভেতরে কোন বড় টুকরো না থাকে। বেকিং সোডা দুর্গন্ধ দূর করতে খুব কার্যকরী। এর মাঝে সাবধানে যোগ করুন সাইট্রিক এসিড। এটা প্রিজারভেটিভের কাজ করবে।
২) একটি কাঁচের গ্লাসে একত্রে যোগ করুন ভিনেগার এবং হাইড্রোজেন পারক্সাইড। এগুলো কমোডের ময়লা পরিষ্কার করতে সাহায্য করবে। এরপর ফোঁটায় ফোঁটায় এই তরল মিশ্রণ যোগ করুন বেকিং সোডায়। ভুলেও একসাথে সবটা মিশিয়ে ফেলবেন না। সাইট্রিক এসিড এবং ভিনেগারের বিক্রিয়ায় ভীষণ বাজে একটা অবস্থা তৈরি হয়ে যাবে।
৩) এরপর যোগ করুন আপনার পছন্দের এসেনশিয়াল অয়েলের কয়েক ফোঁটা। এর জন্য আপনি যে কোনটাকেই বেছে নিতে পারেন। তবে উইন্টারগ্রিন, লেমনগ্রাস বা ল্যাভেন্ডার বেশ তরতাজা একটা ভাব নিয়ে আসতে সক্ষম টয়লেটে।
৪) ট্রে এর ওপরে অ্যালুমিনিয়াম ফয়েল সমান করে বিছিয়ে নিন। এবার আধা চা চামচের মেজারিং স্পুন ব্যবহার করে এই মিশ্রণ স্কুপ করে নিন এবং ট্রে এর ওপরে রাখুন। এই বিস্কুটের মতো আকৃতির গোল্লাগুলোকে সমপরিমাণ ভিনেগার ও পানির মিশ্রণ দিয়ে স্প্রে করে নিন, এতে এগুলো সহজে ভাঙবে না। কমপক্ষে চার ঘন্টা বা সারারাত এগুলোকে শুকাতে দিন বাতাসে।
ব্যাস তৈরি হবে গেলো দুর্গন্ধ দূর করার সাবান। একটা এয়ার টাইট কৌটায় করে কমোডের পাশে রেখে দিন এগুলো। যখনই মনে হবে বেশি দুর্গন্ধ হয়ে গেছে তখনই একটা করে ফেলে দিন কমোডে। নিমিষেই দূর হয়ে যাবে দুর্গন্ধ।