Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Health Image

মানবদেহ সম্পর্কে অজানা ২০ টি তথ্য



মানুষ সৃষ্টির সেরা জীব। সব চেয়ে জটিল একটি শরীর বৃত্তীয় সংগঠন মানুষের। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের কল্যানে মানব দেহের অন্য রহস্য উন্মোচিত হলেও এখনো রয়েছে অনেক কিছুই অজানা। চলুন জেনে নেই মানব দেহের ২০ টি চমৎকার তথ্য


(১) একজন স্বাভাবিক স্বাস্থ্যবান মানুষ ২৪ ঘন্টায় ২৩,০৪০ বার শ্বাস প্রশ্বাস নেয়।

(২) একজন পূর্ন বয়স্ক মানুষের হৃদপিন্ড দিনে ৬০০০ থেকে ৭,৫০০ লিটার রক্ত পাম্প করে।

(৩) মানুষ প্রতিরাতে গড়ে ১-১.৫ মিনিট স্বপ্ন দেখে

(৪) একজন সুস্থ স্বাভাবিক মানুষের হৃৎপিণ্ড দিনে ১,৩০,৬৮০ বার স্পন্দিত হয়।

(৫) মানুষের মাথার মগজের ৭০ লক্ষ কোষ কোন না কোন কাজ করে।

(৬) দিনে মাথার চুল গড়ে ০.০১৭১৪ ইঞ্চি বাড়ে।

(৭) সকালের তুলনায় সন্ধ্যায় উচ্চতা ১ সে.মি. হ্রাস পায়।

(৮) মানব শরীরে ৭০% পানি ও ১৮% কার্বন রয়েছে।

(৯) একজন মানুষের চামড়ার ওপর রয়েছে ১ কোটি লোমকূপ।

(১০) মানুষের মস্তিষ্ক প্রায় ১০,০০০ গন্ধ বুঝতে পারে।

(১১) একজন মানুষের রক্তের পরিমাণ শরীরের ওজনের ১৩ ভাগের এক ভাগ।

(১২) দেহের সব শিরাকে পাশাপাশি সাজালে দেড় একর জমির প্রয়োজন ।

(১৩) মানুষ চোখ খুলে হাঁচি দিতে পারেনা।

(১৪) মানুষের দেহের সবচেয়ে শক্তিশালী পেশি হল জিহ্বা।

(১৫) মানব দেহের সবচেয় বড় হার পাঁজর আর ক্ষুদ্রতম হাড় হল কানের হাড় ।

(১৬) অবাক হবেন না, আমরা যখন হাঁচি দেই তখন আমাদের শরীরের ভিতর সমস্ত ধরণের কাজ বন্ধ হয়ে যায় এমনকি হার্টবীটও থেমে যায়।

(১৭) আমরা জন্মগ্রহণ করি ৩০০ হাড় নিয়ে কিন্তু প্রাপ্ত বয়স্ক হওয়ার পর আমাদের দেহে ২০৬ টি হাড় থাকে ।

(১৮) মানব শিশু বসন্ত কালে দ্রুত বৃদ্ধি পায় ।

(১৯)আমাদের চোখের একটি পাপড়ি ১৫০ দিন বেঁচে থাকে। এর পর নিজে থেকেই ঝড়ে পড়ে ।

(২০) আমাদের মাথার খুলি ২৬ ধরণের ভিন্ন ভিন্ন হাড় দিয়ে তৈরি ।