সাধারণ ফ্রেঞ্চ টোস্টেই অসাধারণ স্বাদ আনতে চান? তাহলে সায়মা সুলতানার এই রেসিপিটি কেবল আপনার জন্যই। সকালের নাস্তার টেবিলে হোক বা বিকালের সাথে, মজাদার এই ফ্রেঞ্চ টোস্ট কেবল ছোটদেরই নয়, বরং ভালো লাগবে বড়দেরও। চলুন, জেনে নিই ঝটপট রেসিপিটি।
উপকরণ:
পাউরুটি ২ পিস (মোটা ও বড় ২ পিস)
ডিম ২ টা
তরল দুধ হাফ কাপ
চিনি হাফ কাপ
দারুচিনি গুঁড়া ১ চা চামচ
বাটার ১ চা চামচ
প্রণালি:
-ডিম আর দুধ একসাথে ফেটিয়ে নিন।
-এবার এই মিশ্রণে পাউরুটির পিস গুলি ডুবিয়ে রাখুন।
-মিশ্রণ শুষে নিলে প্যানে বাটার দিয়ে বাদামি করে ভেজে তুলুন ।
-এবার চিনির সাথে দারচিনি গুঁড়া মিশিয়ে নিন , ভেজে নেয়া পাউরুটির পিসগুলি এই চিনির মিশ্রণে গড়িয়ে নিন ।
-ছোট পিস করে চায়ের সাথে গরম গরম পরিবেশন করুন ।