Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Entertainment Image

দুইশ সিনেমা হলে আসছে নতুন প্রজেক্টর



প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার পর এবার প্রযোজক নেতারাও সিনেমা হলে বসাচ্ছেন প্রজেক্টর। প্রযোজক নেতা খোরশেদ আলম খসরুর নেতৃত্বে সিনেমা হলগুলোতে যোগ হচ্ছে নতুন এই প্রজেক্টর। জানা যায়, পর্যায়ক্রমে ২০০টি সিনেমা হলে ভারতীয় ‘ইইএফও’ ডিজিটাল প্রজেকশন সিস্টেম বসানো হবে।

মূলত জাজ মাল্টিমিডিয়ার প্রজেক্টরে ছবি প্রদর্শনের বিড়ম্বনা, অতিরিক্ত ভাড়া আর একচেটিয়া আধিপেত্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই প্রযোজক নেতারা এই সিদ্ধান্ত গ্রহণ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রযোজক বলেন, ‘জাজ মাল্টিমিডিয়া নিজেরাই যেহেতু ছবি প্রযোজনা করে সেক্ষেত্রে তাদের ছবি থাকলে তখন হল পাওয়া যায় না। এই সমস্যা কাটাতেই আমরা প্রজেক্টর নিয়ে আসছি।’

প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু বলেন, ‘জাজের প্রজেক্টরে সিনেমা দেখালে অতিরিক্ত ভাড়া গুনতে হয়, এর কারণে সিনেমা মুক্তি দেওয়ার পর প্রযোজকদের টাকা উঠে আসে না। আর জাজের সীমিত সংখ্যক প্রজেক্টরে একসঙ্গে একাধিক ছবি মুক্তি পেলে জাজের বাইরের ছবিগুলো হল পায়না। এ ছাড়া ব্যক্তিগত উদ্যোগে যেসব সিনেমা হলের মালিক প্রজেক্টর বসিয়েছেন সেগুলোর মান এত খারাপ যে ঠিকমতো দর্শক ছবি দেখতে পারে না। এসব সমস্যা দূর করতেই আমরা সিনেমা হলগুলোতে প্রজেক্টর বসাচ্ছি।’

ইতিমধ্যেই হলগুলোতে প্রজেক্টর বসানোর কাজ শুরু হয়েছে। ঈদুল ফিতরের আগেই ৫০টি সিনেমা হলে নতুন প্রজেক্টর বসানো হবে। এরপর ক্রমান্বয়ে প্রায় ২০০ হলে প্রজেক্টর বসানো হবে বলে জানান খসরু।