Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Entertainment Image

হ্যামিলনের বাঁশিওয়ালা



ঈদের ৬ষ্ঠ দিন চ্যানেল আইতে প্রচার হবে ‘হ্যামিলনের বাঁশিওয়ালা’। চলচ্চিত্র অভিনেত্রী নিপুন ও বাদ্রযন্ত্র বাদক ও গায়ক রাহুল আনন্দ নাটকটিতে মূল ভূমিকায় অভিনয় করেছে। নাটকটিতে দেখা যাবে। শহুরে দুর্নীতিবাজ মানুষদের জ্বালায় অতিষ্ঠ হয়ে কবি নিলীমা চৌধুরী মুক্তি চায়।

তিনি একজন বাঁশিবাদককে আহবান করেন শহর জঞ্জালমুক্ত করতে। একসময় বাঁশিবাদক শহরে এসে সব ইদুররুপি খারাপ মানুষদের নিয়ে শহর ছেড়ে চলে যায়। নিলীমা সেই বাঁশিবাদককে ধরে রাখতে চাইলেও পারেন না। এমনই এক গল্প নিয়ে তৈরী হয়েছে এই রুপক নাটক।

নাটকটি রচনা করেছেন আহমেদ তাওকীর ও পরিচালনা করেছেন সাজ্জাদ সুমন।

অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মিশু চৌধুরী, হেমন্ত তাওকীর। ঈদের ৬ষ্ঠ দিন চ্যানেল আইয়ে রাত ৯ টায় প্রচার হবে নাটক হ্যামিলনের বাঁশিওয়ালা।