হলিউডে সবচেয়ে বেশি পারিশ্রমিকের দাবীদার এখন ‘আয়রন ম্যান’ তারকা রবার্ট ডাউনি জুনিয়র। হলিউডে এই মুহূর্তে ছবি প্রতি তিনি নিচ্ছেন ৫১ মিলিয়ন ইউরো। যা এখন পর্যন্ত বেশি পারিশ্রমিক পাওয়া তারকাদের তালিকায় এক নম্বর।
‘আইরন ম্যান’ এর পর তিনি আরও চারটি ছবিতে অভিনয় করেছেন। এই বছরে মুক্তি পাওয়া তাঁর সাম্প্রতিক ছবি ‘অ্যাভেঞ্জার্স-এইজ অফ আল্ট্রন’ বিশ্বব্যাপী ৮৩০ মিলিয়ন ইউরো আয় করেছে।
বর্তমানে তিনি মালিবু শহরে বাস করেন। তাঁর ১০ মিলিয়ন ইউরোর খামারবাড়ির সাথে রয়েছে নিজস্ব জিম। তাছাড়া গোলাপ ফুল দিয়ে আচ্ছন্ন ঘোড়ার আস্তাবল তৈরি করেছেন যেখানে বারোটি ঘোড়া রয়েছে এবং মাঝে মাঝে রাইডিং এর জন্যও ব্যবহার করেন। এছাড়া তিনি ভ্রমণের জন্য ব্যবহার করেন তাঁর নিজস্ব প্রাইভেট জেট।
তাছাড়া ফোর্বস ম্যাগাজিনের তালিকায় পরপর দুই বছর সর্বাধিক আয়কারী অভিনেতা হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছেন।গত এক বছরে সবচেয়ে বেশি আয় করেছেন ৫০ বছর বয়সী মার্কিন এই অভিনেতা। গত বছরের জুন থেকে চলতি বছরের জুন মাস পর্যন্ত সময়ে রবার্ট ডাউনি জুনিয়র আয় করেছেন ৭৫ মিলিয়ন মার্কিন ডলার।