দশ বছর পর নতুন গানের অ্যালবাম নিয়ে ফিরছেন লাকী আখন্দ । আসন্ন ঈদে তার নতুন গানের অ্যালবাম প্রকাশিত হতে যাচ্ছে। এরই মধ্যে অ্যালবামের বেশ কিছু গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে।
শুধু তাই নয়, নিজের অ্যালবাম ছাড়াও নবীন কিছু শিল্পীর জন্য সুর ও সংগীতায়োজন করেছেন এ নন্দিত সংগীতশিল্পী।
প্রাথমিকভাবে গানগুলো অনলাইন ও মুঠোফোনে প্রকাশ করার সিদ্দান্ত নিয়েছেন লাকি আখন্দ। কয়েক পর তা সিডি আকারেও প্রকাশিত হবে বলে জানিয়েছেন তিনি।
এর আগে ২০০৫ সালে লাকী আখন্দ ও সামিনা চৌধুরীর অংশগ্রহণে 'আনন্দ চোখ' শিরোনামে একটি দ্বৈত অ্যালবাম প্রকাশিত হয়।