Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Entertainment Image

একটু থেমে আবার শুরু...



২০১৩ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এর বেশি ভালোবাসা যায় না’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় নিঝুম-রুবিনার। এরপর গত বছর মুক্তি পায় ‘অনেক সাধনার পরে’। এরপর আর কোন খবর পাওয়া যায় নি নিঝুম রুবিনার।

৬/৭ মাস পর আবারো নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেন তিনি। ছবির নাম ‘ভালোবাসা ডট কম’। ছবিটি পরিচালনা করবেন মো: আসলাম।

বিরতি নিয়ে আবারো ছবি করা প্রসঙ্গে নিঝুম রুবিনা বলেন, ‘আসলে আমি সবসময় ভাল ছবিতে কাজ করতে চাই। অনেক ছবির অফার এলেও ছবি পছন্দ না হওয়ায় করি নি। ভালোবাসা ডট কম ছবিটির গল্প ভালো লাগায় এতে চুক্তিবদ্ধ হয়েছি।’

নিজেকে চিত্রনায়িকা হিসেবে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য নিয়মিত নাচ আর অভিনয়ের প্র্যাকটিসও করেন তিনি। এ ছাড়া সিনেমার প্রয়োজনে মার্শাল আর্ট শেখারও ইচ্ছে আছে এই নায়িকার। যদিও এর আগে নায়ক রুবেলের মার্শাল আর্টের স্কুলে তিন-চার দিন ফাইট শিখেছেন কিন্তু অসুস্থতার কারণে আর প্র্যাকটিস চালিয়ে যেতে পারেন নি।


ভালোবাসা ডট কম ছবিতে তার সহশিল্পী হিসাবে অভিনয় করবেন আনিক রহমান অভি। নিঝুম জানান, আগামী ১৮ তারিখ থেকে উত্তরায় ছবিটির শুটিং শুরু হবে।

উল্লেখ্য নিঝুম রুবিনার প্রথম ছবি নূর মোহাম্মদ মনি পরিচালিত ‘কিস্তির জ্বালা’ ২০১২ সালে শুরু হলেও ছবিটি এখনো মুক্তি পায় নি। এ ছাড়া অসমাপ্ত রয়েছে দিলশাদুল হক শিমুলের ‘লিডার’ ছবির কাজ। এতে তিনি কাজ করেছেন ফেরদৌসের বিপরীতে।