নাট্যকার ও পরিচালক বদরুল আনাম সৌদ। আসছে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এসএ টিভির জন্য তিনি লিখেছেন ছয়টি নাটক, যার সবগুলোর গল্পই একটি নির্দিষ্ট বিষয় নিয়ে লেখা। জনপ্রিয় ১২ জন অভিনেতা ও অভিনেত্রীদের নিয়ে ছয়টি জুটি করে তাদের দেখতে পাবেন দর্শক।
জুটি গুলো হলো আফজাল হোসেন-সাদিয়া ইসলাম মৌ, সুবর্ণা মুস্তাফা-জীতু আহসান, রাইসুল ইসলাম আসাদ-সানজিদা প্রীতি, শম্পা রেজা-রিয়াজ, তারিক আনাম খান-তারিন, সারা যাকের-ইরেশ যাকের—এই ১২ জন শিল্পীকে নিয়ে তৈরি হচ্ছে ছয়টি নাটক।
নাটকগুলো পরিচালনা করবেন ছয়জন নির্মাতা। আরিফ খানের পরিচালনায় তৈরি হবে ‘অপরিচিত এক রাত’, রহমতুল্লাহ তুহিনের পরিচালনায় ‘মেঘের ওপার’, নাহিদ আহমেদ পরিচালনা করবেন ‘গোলমেলে, সকাল আহমেদের পরিচালনায় ‘হবে ছুটি’, মুনতাসির বিপন পরিচালনা করবেন ‘চরিত্রটি কাল্পনিক’ এবং যুবরাজ খান নির্মাণ করবেন ‘একটি অপরাধ এবং এক নিখোঁজ মানুষ’।
ছয়টি নাটক নিয়ে এর রচয়িতা বদরুল আনাম সৌদ বলেন, ‘ছয়টি ভিন্ন ধাঁচের গল্প নিয়েই নাটক গুলো দেখতে পাবে দর্শক। সবগুলো গল্পে থাকছে লাভ, কমেডি ও সাসপ্নেস।’
ইতিমধ্যেই আরিফ খান পরিচালিত নাটকটির দৃশ্যধারণ শুরু হয়ে গেছে। আর একদিন দৃশ্যধারণ করলেই শেষ হয়ে যাবে। এখন চলছে তুহিন পরিচালিত নাটকটির কাজ, যাতে অভিনয় করছেন সুবর্ণা ও জীতু। বাকি নাটক গুলোর দৃশ্যধারণ পর্যায়ক্রমে শুরু হবে।