রজনীকান্ত (বায়ে), আর্নল্ড সোয়ারজেনেগার (মাঝে), অমিতাভ বচ্চন (ডানে)
সুপারস্টার রজনীকান্তের সঙ্গে ‘রোবট ২’ ছবিতে অভিনয় করবেন আর্নল্ড সোয়ারজেনেগার। আর্নল্ডের দক্ষিণী ছবিতে অভিনয়ের খবরটা অবশ্য গুজব নয়। কারণ এর আগে শঙ্করের ‘আই’ ছবির অডিও মুক্তির অনুষ্ঠানে হাজির ছিলেন তিনি এবং কথা দিয়েছেন ছবিতেও কাজ করবেন।
শঙ্কর বলছেন, ‘আর্নল্ডের সঙ্গে এ ব্যাপারে আমার কথা হয়ে গিয়েছে। তার ছবির চিত্রনাট্য খুবই পছন্দ হয়েছে। তিনি কথা দিয়েছেন, ছবিটা করবেনই’।
এতো গেল শুধু আর্নল্ডের কথা। এই ছবিতে এই দুই মহাতারকার সঙ্গে থাকছেন আরেক মহা তারকা অমিতাভ বচ্চন।
আর্নল্ড সোয়ারজেনেগার, অমিতাভ বচ্চন, আর, রজনীকান্ত। সব ঠিক থাকলে এই তিন তারকাকেই দেখা যাবে পরিচালক শঙ্করের ‘এনথিরন ২’ ছবিতে। মানে, যেটাকে হিন্দি ভার্সনে বলা হচ্ছে ‘রোবট ২’।
জানা গিয়েছে, ঠিক ২০১৬ জানুয়ারিতে ‘রোবট ২’ এর শুটিংয়ের জন্য ভারতে আসছেন আর্নল্ড। আর বিগ বি-র সঙ্গে এখনও পর্যন্ত এ ব্যাপারে কথা চলছে শঙ্করের।