‘গ্যাংনাম স্টাইল’ শিরোনামের গানটি নিশ্চয়ই সবার মনে আছে। ২০১২ সালে দক্ষিণ কোরিয়ার গায়ক সাই গানটি গেয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন। ইউটিউবে দেখা সেরা ভিডিও এটি। ২.৪ বিলিয়ন বার দেখা হয়েছে ভিডিওটি।
গানটি যখন সবার মনে আছে তাহলে অবশ্যই গানের সঙ্গে সেই নাচটা মনে আছে। যা ‘হর্স রাইডিং’ নামে খ্যাত। এবার এই গানেরই স্মরণে সেই ‘অশ্বারোহণ’ নাচের মুদ্রাকে ধাতুর ভাস্কর্যে পরিণীত করেছে। কারণ এই গানের কারণেই আরও বেশি বিখ্যাত হয়েছে সিউল শহর।
এই ভাস্কর্যটি ‘কোএক্স’ শপিং সেন্টারের সামনে করা হয়েছে। কারণ এই গানের ভিডিওর কিছু অংশ এই সেন্টারের সামনে করা হয়েছিল।
গ্যাংনাম ট্যুরিজমের পরিচালক পার্ক হি সু আশা প্রকাশ করেন ‘এই মূর্তি আমাদের জেলার জন্য একটি ল্যান্ডমার্ক হয়ে থাকবে’।
তিনি আরও বলেন, ‘পর্যটকরা মূর্তির কাছে এসে ছবি নিতে পারবেন এবং আপনি সেখানে দাঁড়ানো অবস্থায় স্বয়ংক্রিয়ভাবে ‘গ্যাংনাম স্টাইল’ গান বাজতে থাকবে’।