Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Entertainment Image

অনিল বাগচীর একদিন


রবি নিবেদিত, বেঙ্গল ক্রিয়েশন্স প্রযোজিত দ্বিতীয় চলচ্চিত্রে ‘অনিল বাগচীর একদিন’ এর উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৩ নভেম্বর, শুক্রবার, পান্থপথে অবস্থিত বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সের হল-৪ এ, সন্ধ্যা ৬.৩০ টায়। এ দিন প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন।

বাংলাদেশের খ্যাতনামা জনপ্রিয় লেখক প্রয়াত হুমায়ূন আহমেদ এর প্রয়াণের পর তাঁর মুক্তিযুদ্ধ-ভিত্তিক উপন্যাস ‘অনিল বাগচীর একদিন’ অবলম্বনে বাংলাদেশের বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম একই শিরোনামে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন।



উল্লেখ্য, হুমায়ূন আহমেদের প্রয়াণের পর তাঁর কাহিনী থেকে এই প্রথম কোন চলচ্চিত্র নির্মিত হলো। সম্প্রতি চলচ্চিত্রটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয় কলম্বো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। পরবর্তীতে চলচ্চিত্রটি থাইল্যান্ডের ব্যাংকক উৎসবে ''Asian Contemporary Official Selection' বিভাগে প্রদর্শিত হয়।

প্রিমিয়ার প্রদর্শনীতে চলচ্চিত্রটির নির্মাতা জনাব মোরশেদুল ইসলাম, চলচ্চিত্রের প্রযোজক জনাব আবুল খায়ের সহ মূল কলা-কুশলী ও অভিনয়-শিল্পীরা উপস্থিত থাকবেন। আগামী ১১ ডিসেম্বর মহান বিজয়ের মাসে ঢাকাসহ সারাদেশে চলচ্চিত্রটি মুক্তি দেয়া হবে।