বাংলা চলচ্চিত্র শিল্পের পথিকৃৎ থেকে শুরু করে বর্তমান প্রজন্মের বেশিরভাগ তারকারা উপস্থিত হয়েছিলেন এই অনুষ্ঠানে। দিনব্যাপি নানা ধরনের খেলাধুলা ভোজন কালচালাল প্রোগামে সাজানো ছিল অনুষ্ঠানটি। সেই সাথে ছিল বাশির সুর, পুতুল নাচ, সাপের খেলা বানর নাচ সহ পিঠাপুলির উৎসব। সারা দিন উপভোগ করেছেন তারকারা। এপ্রসঙ্গে সমিতির সভাপতি মিশা সওদাগর বলেন। প্রতিবছর এইদিনটির জন্য অপেক্ষা করেন প্রত্যেক শিল্পিগন। আমরা শুধুই আন্ন্দ করার জন্য এখানে এসেছি সন্ধ্যায় ফানুস উড়িয়ে সকল কস্ট মান অভিমান ও ভেদাভেদ ভুলে এক হয়ে বাংলা চলচ্চিত্র কে সামনে এগিয়ে নেয়ার প্রত্যয় করেন তারা। প্রায় ৩৫০০ জন মানুষের এরেন্জমেন্ট ছিল এ অনুষ্ঠানে।
সারাদিন হৈ হুল্ল করে কাটিয়ে রাত ১০.০০ টার দিকে অনুষ্ঠানের ইতি টানেন সমস্ত শিল্পির জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে।