সংগীত সম্রাজ্ঞী ও বড় বোন লতা মুঙ্গেশকারকে টপকে সংগীতের শীর্ষস্থানটি দখল করলেন সংগীতের আরেক সম্রাজ্ঞী আশা ভোসলে!
জানা গেছে,ব্রিটেনের ইস্টার্ন আই সংবাদপত্রের বলিউডের সর্বকালের সেরাদের তালিকায় এভাবেই এই সুর সম্রাজ্ঞীদের ক্রম করলেন তারা।
এই ক্রমসংখ্যা কিসের ভিত্তিতে করা হয়েছে, এমন প্রশ্নে ইস্টার্ন আই জানিয়েছেন, গানের সংখ্যা, বহুমুখিতা, প্রাপ্ত সম্মান, আন্তর্জাতিক খ্যাতি, অনুরাগীর সংখ্যা ও জনপ্রিয়তার নিরিখেই প্রথম স্থান অধিকার করেছেন আশা ভোসলে।
উল্লেখ্য, প্রথম ও দ্বিতীয়স্থানে যথাক্রমে আশা ভোসলে এবং লতা মুঙ্গেশকার ছাড়াও ওই তালিকায় তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে মহম্মদ রফি, কিশোর কুমার এবং মুকেশ।