Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Entertainment Image

বিশ্ব সেরাদের রঙ তুলিতে মায়ের শাশ্বত রূপ…



পৃথিবীতে যতো সৃষ্টিকর্ম আছে, তার সব মাধ্যমেই মায়ের উপস্থিতি সরব। গল্প, কবিতা, গান, চলচ্চিত্রে ‘মা’কে নিয়ে হয়েছে বিস্তর কাজ। অন্যান্য মাধ্যমগুলোর মতো চিত্রকর্মেও ‘মা’ আছেন শাশ্বত রূপকে ধারণ করেই। ‘মা’ দিবসের এই বিশেষ দিনে তেমনি বিশ্ব সেরা চিত্রশিল্পীদের আঁকা মন মাতানো ১২ টি সেরা চিত্রকর্ম তুলে ধরা হলো। বিশ্ব সেরাদের প্রতিটি চিত্রকর্মে এক মমতাময়ী মাকেই তুলে ধরেছেন চিত্রশিল্পীরা। যে চিত্রকর্মগুলো দেখলে মায়ের প্রতি সন্তানের ভালোবাসা উস্কে দিবে। প্রতিটি চিত্রকর্ম বিষয় বৈচিত্রে ভিন্ন হলেও যেনো তা একই মায়ের গল্প বলে।

বিশ্ব সেরাদের রঙ তুলিতে চিত্রিত হয়েছে সেই শাশ্বত ও মহিমান্বিত মায়ের বদন। ভ্যান গগ, পাবলো পিকাসো, মাইকেলেঞ্জেলো, সালভাদর দালি, মকবুল ফিদা হোসেন, মারতা গডফ্রেইড এবং হেনরি মোরের মতো বিশ্ব সেরা চিত্রশিল্পীদের রঙ তুলিতে শাশ্বত চেহেরা নিয়ে মায়ের কয়েকটি সেরা পেইন্টিংস দেখুন….