স্বাভাবিকের চাইতে অন্যরকম মানুষদের আমরা সবাই একটু বাঁকা চোখেই দেখতে অভ্যস্ত। আপনি আমি সবাই এই দোষের ভাগীদার। সমাজের তুচ্ছ-তাচ্ছিল্য সহ্য করেই এসব মানুষেরা জীবনের সাথে যুদ্ধ করে যান, এবং জিতেও যান! জীবনযুদ্ধে জয়ী এমনই এক মডেল মেলানি গেইডোস।
প্রথম দেখায় তাকে মডেল বলে মনে হবে না কিছুতেই। তিনি যে দেখতে আর দশজনের মতো “স্বাভাবিক” নন! কিন্তু স্বাভাবিক না হলেও ফ্যাশন মডেল হিসেবে নিজের স্থান তিনি ঠিকই তৈরি করে নিয়েছেন। এক্টোডার্মাল ডিসপ্লাসিয়া নামের জটিলতার কারণে তার দাঁত বলতে গেলে নেই, মুখের গড়ন অস্বাভাবিক, এছাড়াও তার রয়েছে অ্যালোপেশিয়া অর্থাৎ চুল নেই তার। আংশিক অন্ধও তিনি। শিশুকাল থেকেই অন্যদের গঞ্জনা সইতে হয়েছে তাকে। এতে অনেকটাই ভেঙ্গে পড়েন তিনি। এমনকি আত্মহত্যার চিন্তাও খেলে তার মাথায়।
নিউ ইয়র্ক সিটির প্র্যাট ইন্সটিটিউটে ফাইন আর্টসে পড়ার সময়ে তার জীবন পাল্টে যায়। এক বন্ধু তাকে মডেলিং এর পরামর্শ দেন। নিতান্ত শখ থেকেই এক সময়ে মডেলিং হয়ে ওঠে মেলানির ক্যারিয়ার। নিজের এমন জটিলতা থাকা সত্ত্বেও এখন একজন আত্মবিশ্বাসী, সুখি এবং আত্মপ্রত্যয়ি মানুষ মেলানি।