দীর্ঘ তিনবছরের যৌথতার পর ভাঙছে মাহি ও জাজ মাল্টিমিডিয়ার একচেটিয়া সম্পর্কের সেতু। যদিও জাজ মাল্টিমিডিয়ার স্বত্তাধিকারী আব্দুল আজিজ ও চিত্রনায়িকা মাহি বলছেন চিরতরে নয় এ বিচ্ছেদ।
রবিবার জাজ মাল্টিমিডিয়া তাদের নতুন চলচ্চিত্র ও নতুন নায়িকার ঘোষনা দিতে যাচ্ছে। তার আগে মাহিয়া মাহি পাঠালেন এক আবেগঘন ভিডিওবার্তা।
জাজ মাল্টিমিডিয়া আর জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি যেনো একই সুতায় গাঁথা একটি নাম। দীর্ঘ তিন বছর বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে একসাথে অনেক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন তারা। বর্তমানে সিনেমার কাজে থাইল্যান্ড রয়েছেন অভিনেত্রী মাহি। এদিকে জাজ মাল্টিমিডিয়ার নতুন নায়িকাদের অভিষেক ও দীর্ঘ তিন বছর তাদের একসাথে পথচলা নিয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন তিনি।
মাহি বলেন, ‘জাজ নতুন নায়িকা আনছে এটাকে আমি অনুপ্রাণিত করছি। জাজ আমার মা-বাবার মতো কারণ জাজ মাল্টিমিডিয়া আমাকে গড়ে তুলেছে। একটু একটু করে ইনভেস্ট করে আমাকে মাহিয়া মাহি বানিয়েছে। আর বাকি রাস্তাটুকু আমি কীভাবে চলবো সেটারও দিক-নির্দেশনা দিয়েছ। তারা আমাকে গত তিন বছর বুঝিয়েছে। কীভাবে ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হয়। আনকোরা মাহিকে নায়িকা বানিয়েছে জাজই। ’
কথা বলতে বলতে আবেগাপ্লুত হয়ে ওঠেন মাহি। মাহি বলেন, ‘জাজের প্রতিটি ইটের প্রতিটি রক্তফোটাকে আমার বলে মনে হয়। জাজকে আমার প্রতিষ্ঠানই মনে হয়। আব্দুল আজিজ ভাই আপনি কিচ্ছু না, জাজ আমার।’
জাজের বাইরে মাহির ছবি সফল হবে কি না? এ বিষয়ে নানা জনের নানা প্রশ্নেরও জবাব দিয়েছেন মাহি। তিনি বলেন, ‘জাজ একটা ব্রান্ড। জাজের ছবি মানেই সুপার-ডুপার হিট। কিন্তু জাজের বাইরেও ছবি হিট হবে দর্শক যদি আমাকে দেখে আমার সঙ্গে থাকে। সামনে ওয়ার্নিং মুক্তি পাচ্ছে দেখা যাক কি হয়।’
মাহি জাজের নতুন নায়িকাদের হাসিমুখে অভিবাদন জানালেও তার কণ্ঠ বলে দিচ্ছে গোপন কান্নার খবর।
উল্লেখ্য, ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ ছবি দিয়ে মাহির পথচলা শুরু হয়। এরপর জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত প্রায় সবগুলো ছবিতেই অভিনয় করেন তিনি। এর মধ্যে পোড়ামন, অনেক সাধের ময়না, অগ্নি উল্লেখযোগ্য জনপ্রিয়তা অর্জন করে।