ফিল্ম ফেস্টিভালে ‘অনুব্রত ভালো আছো’ ছবির জন্য সেরা অভিনেতার সম্মান অর্জন করলেন কলকাতার শক্তিমান অভিনেতা ঋত্বিক চক্রবর্তী।
কলকাতা বাংলা চলচ্চিত্রে যে ক’জন অভিনেতা নিজের মেধা শ্রম আর সৃষ্টিশীলতা দিয়ে সিনেমা ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিয়েছেন, তাদের মধ্যে ঋত্বিক চক্রবর্তী। অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় পুরস্কারও। কিন্তু এবার এবার তার অভিনয় প্রতিভা পেল আন্তর্জাতিক স্বীকৃতিও৷
জানা গেছে, মাদ্রিদের ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেতার সম্মান পেলেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী৷ পার্থ সেনের ‘অনুব্রত ভালো আছো’ ছবিতে অভিনয়ের জন্য তাঁর কাছে এল এই সম্মান৷ এ ছবিতে ঋত্বিকের বিপরীতে আছেন স্বস্তিকা মুখোপাধ্যায়৷ আছেন দেবলীনা দত্তও৷ ছবির চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত৷
উল্লেখ্য, শক্তি চট্টোপাধ্যায়ের বিখ্যাত কবিতা ‘অবনী বাড়ি আছো?’র অনুকরণে এ ছবির নাম দিয়েছেন পরিচালক অরিন্দম শীল৷