হলিউডের দুর্দান্ত অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও যে দারুণ অভিনয় করেন, তা নতুন করে বলার আর কিছু নেই। তবে এই অভিনেতা এবার নতুন ধরনের এক চ্যালেঞ্জ নিয়ে হাজির হতে যাচ্ছেন। আর তা হল, লিওনার্দো এবার বিলি মিলিগানের চরিত্রে অভিনয় করবেন যেখানে তাকে আলাদা আলাদাভাবে ২৪ ধরনের ব্যক্তিত্ব ফুটিয়ে তুলতে হবে।
১৯৮১ সালে প্রকাশিত হওয়া ড্যানিয়েল কিয়েস এর ‘দ্যা মাইন্ডস অব বিলি মিলিগান’ বইটি অবলম্বনে নির্মিত হবে এই সিনেমাটি। ‘দ্যা ক্রাউডেড ম্যান’ নামক এই সিনেমায় অভিনয় করা মোটেও সহজ হবে না ‘টাইটানিক’ খ্যাত এই অভিনেতার।
নিজের কাজের ওপর নিয়ন্ত্রণ রাখতে না পারা বিলির চরিত্রে ২৪ ধরনের ব্যক্তিত্ব প্রকাশ পেত। তাকে রীতিমত নিজের সঙ্গেই প্রতিনিয়ত যুদ্ধ করতে হত। বিলি মাল্টিপল পারসোনালিটি ডিসঅর্ডারে ভুগছিলেন। তবে লিওনার্দো যে নিজেকে দারুণভাবে উপস্থাপন করবেন, এ কথা তার ভক্তরা সকলেই বিশ্বাস করেন। এখন শুধু সিনেমাটি মুক্তির অপেক্ষা।