Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Entertainment Image

যুক্তরাষ্ট্রের জনি ডেপ ও স্পেনিস আম্বার হার্ডের বিয়ে

আংটি বদলের ১৩ মাস পেরোনোর পর এবার গাঁটছড়া বাঁধার জন্য প্রস্তুত হয়েছেন জনি ডেপ এবং অ্যাম্বার হার্ড। শোনা যাচ্ছে, আগামী সপ্তাহেই সারবেন শুভকাজটি।








ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বিয়ের পিঁড়িতে বসার কথা ভাবছেন ডেপ এবং হার্ড। বিয়ের অনুষ্ঠানটি হবে ক্যারিবিয়ান সাগরের বাহামা দ্বীপপুঞ্জে অবস্থিত ডেপের মালিকানাধীন একটি দ্বীপে।

মাত্র ৫০ জন মত অতিথি অংশ নিতে পারে ৫১ বছর বয়সী ডেপ এবং ২৮ বছর বয়সী হার্ডের বিয়েতে। আর বিয়ের অনুষ্ঠান চলাকালীন অতিথিদের থাকার ব্যবস্থা করা হবে ডেপের বিলাবহুল ইয়টে।

বিয়েতে উপস্থিত থাকবে সাবেক প্রেমিকা ভেনেসা প্যারাডিসের সঙ্গে ডেপের দুই ছেলেমেয়ে, ১৫ বছর বয়সী লিলি রোজ এবং ১২ বছরের জ্যাক।

প্রায় এক বছর প্রেম করার পর আংটি বদল করেন ডেপ এবং হার্ড। কিন্তু বাগদানের পর আরও এক বছর পেরিয়ে গেলেও নিজেদের কাজের ব্যস্ততার কারণে এতদিন বিয়ের তারিখ নির্ধারণ করতে পারেননি তারা।

এক সূত্র বলছে, বর্তমানে লন্ডনে একটি সিনেমার শুটিং করছেন হার্ড। অন্যদিকে 'পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান'- এর নতুন পর্বের কাজ শিগগিরই শুরু করবেন ডেপ।

২০১১ সালে 'দ্য রাম ডায়রি' সিনেমার সেটে পরিচয় হয় এই জুটির।