Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Entertainment Image

আমি বেকার না



গত ৩ এপ্রিল ছিল জাতীয় চলচ্চিত্র দিবস। প্রতিবার ঐ দিনে বিএফডিসিতে তারকাদের রমরমা উপস্থিতি থাকলেও এবার এর কোন বালাই নেই, তবুও দেখা মিলল চিত্রনায়িকা পপির সঙ্গে। এফডিসিতে পপির এ উপস্থিতি সবাইকে অনুপ্রাণিত করেছে । র্যা লির সামনেও তাই একটিই এফডিসির নায়িকা মুখ।

চিত্রনায়িকা পপি বলেন, 'প্রতিবারই চলচ্চিত্র দিবসে আমি এফডিসিতে আসি। আমি মনে করি আমাদের চলচ্চিত্রকে সবশ্রেণীর মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে চলচ্চিত্র দিবস একটি গুরুত্বপূর্ণ দিন। এ দিনে নানা আয়োজনের মধ্য দিয়ে চলচ্চিত্রের প্রতি মানুষের আগ্রহ আরও বাড়ানো সম্ভব।’

চলচ্চিত্র দিবসে তারকাদের খুব একটা উপস্থিতি না দেখার কারণ হিসেবে এই নায়িকা বলেন, ‘সবাই তো শুটিং বা নিজের কাজ নিয়ে ব্যস্ত। আর আগের মতো এবারের চলচ্চিত্র দিবসের আয়োজনও তেমনভাবে করা হয় নি বলেই তারকাদের উপস্থিতি কম। এ ছাড়া আগামীকাল জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে পারফর্ম করার জন্যও অনেক তারকা রিহার্সেলে ব্যস্ত।’

দীর্ঘদিন ধরেই পপি নতুন কোন ছবি করছেন না। বিষয়টি তার নজরে আনলে তিনি বলেন, ‘সিনেমা করছি না তার মানে আমি বেকার নই। আমি আমার অন্য কাজ নিয়ে ব্যস্ত থাকার ফলেই ছবি করছি না। ছবি না করলেও নাটক টেলিফিল্মে অভিনয় করছি।