Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Entertainment Image

বাংলাদেশে শুরু হয়েছে ভূটান চলচ্চিত্র উৎসব


শনিবার থেকে ঢাকায় ভূটান দূতাবাসের আয়োজনে শুরু হয়েছে ‘ভূটান চলচ্চিত্র উৎসব’। গত শুক্রবার দুপুরে রাজধানী ঢাকার শাহাবাগের জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে পাঁচ দিনব্যাপী এ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

২ অক্টোবর থেকে শুরু হওয়া এ চলচ্চিত্র উৎসব চলবে আগামী ৬ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা এবং বিকাল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। প্রদর্শিত হবে ৬টি কাহিনিচিত্র এবং ৭টি তথ্যচিত্র।

সিনেমাগুলোর মধ্যে রয়েছে, ‘ট্রাভেলার্স অ্যান্ড ম্যাজিশিয়ান’, ‘ক্রোটেন কোরা’, ‘নাজওয়েন এক্সপ্রেস’, প্রামাণ্যচিত্রগুলোর মধ্যে রয়েছে ‘প্রাইস অব নলেজ’, ‘দ্য কস্ট অব ক্লাইমেট চেঞ্জ’, ‘প্রাইস অব লেটার’।

উদ্বোধনী অনুষ্ঠানে ভূটানের রাষ্ট্রদূত এইচ.ই পেমা ছোদেন বলেন, ‘ভূটান এবং বাংলাদেশের সম্পর্ক অনেক আগে থেকেই বন্ধুত্বপূর্ণ। আর এ সম্পর্ককে আরো মজবুত করতে এই চলচ্চিত্র উৎসবের আয়োজন করা, যাতে বাংলাদেশি মানুষ গভীরভাবে ভূটানের জীবনধারা সম্পর্কে অবগত হয়।'