এই খবরটি ছেপেছিল http://kolkata24x7.com/ এদিক দিয়ে এই সময় ছিল আরো একধাপ এগিয়ে।
বলতে গেলে একেবারে যাচ্ছে তাই ভাবে রুবেলকে উপস্থাপন করে ভারতীয় মিডিয়া। এর আরেকটু নমুনা দেখুনঃ
উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর মিরপুর থানায় মামলা করেন চিত্রনায়িকা হ্যাপী, যাতে ‘বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্ক’ গড়ার অভিযোগ আনা হয়। এতে এক মাসের জামিন নেন রুবেল। কিন্তু নারী নির্যাতন দমন আইনে হ্যাপীর করা এ মামলায় গ্রেপ্তার হওয়ার কারণে শঙ্কায় পড়েছিল রুবেলের বিশ্বকাপ। হাজতবাসের পর আদালত রুবেলকে জামিনে মুক্তি দেয়। পরে ব্যক্তিগত হাজিরা থেকে রেহাই পান জাতীয় দলের এই ক্রিকেটার রুবেল হোসেন, সেই সঙ্গে পান দেশের বাইরে খেলতে যাওয়ার অনুমতি। এর ফলে বিশ্বকাপ স্কোয়াডে ডাক পাওয়া রুবেলের আর বাঁধা নেই ক্রিকেট বিশ্বকাপে অংশ নেওয়ার।