২০১৪-১৫ অর্থবছরে সরকারি অনুদানের জন্য মনোনীত হলো দেশের সেরা ছয় তরুণ ও অভিজ্ঞ নির্মাতা। চিত্রনাট্যের বিষয়বস্তুর উপর এবার গুরুত্ব দিয়ে ৬টি চলচ্চিত্রের জন্য নির্বাচন করা হয়েছে ৬জন পরিচালককে।
অনুদান পাওয়া সিনেমাগুলোর নির্মাতা ও ছবিগুলো হলো— নুরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুঁটি’, মাহমুদ দিদারের ‘বিউটি সার্কাস’, এন রাশেদ চৌধুরীর ‘চন্দ্রাবতী কথা’, মাসুদ পথিকের ‘মায়া’, ফাখরুল আরেফীনের ‘ভুবন মাঝি’ ও শামীমা আকতারের ‘রিনা ব্রাউন’।
৩০ এপ্রিল বৃহস্পতিবার অনুদান কমিটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে জানা গেছে। ২০১৫ সালের মধ্যে অনুদানপ্রাপ্ত সিনেমাগুলো নির্মাণ করে জমা দেয়ার শর্তে সরকারি অনুদান দেয়া হয়।
ছবি নির্মাণের জন্য সাধারণত সরকারি অনুদান হিসেবে দেওয়া হয় নগদ ৩৫ লাখ টাকা ও বিএফডিসির ১০ লাখ টাকার কারিগরি সহায়তা।
উল্লেখ্য, নির্বাচক কমিটির সদস্যদের মধ্যে ছিলেন মোরশেদুল ইসলাম, সাজেদুল আওয়াল, জাকির হোসেন রাজু, মামুনুর রশীদ, নাসির উদ্দিন ইউসুফ প্রমুখ।