সেন্সরে স্বীকৃতি পেয়েছে পূর্ণাঙ্গ চলচ্চিত্র 'বাপজানের বায়স্কোপ'। রিয়াজুল রিজু পরিচালিত কারুকাজ ফিল্মস প্রযোজিত এ ছবিটির দুটি শব্দ পরিবর্তন এবং একটি দৃশ্যের কয়েক সেকেন্ড কর্তন করার নির্দেশনা দেয়া হয়েছিল সেন্সর বোর্ড থেকে। চলচ্চিত্রের বাস্তবতা কিছুটা হোচট খেলেও নির্দেশনা পূরণ করে সেন্সর সার্টিফিকেট নং সনদপত্র নং-এলএফ-৫১/২০১৫ দ্বারা চলচ্চিত্রটি বাংলাদেশের স্বীকৃতি পেলো।
পরিচালক রিয়াজুল রিজু বলেন, ‘খুব টেনশনে ছিলাম। এদেশের টেলিভিশনের নামী নির্মাতারাও সিনেমা বানাতে গিয়ে গল্পের জন্য কখনো কখনো প্রশংসিত হলেও, নির্মাণগত দিক থেকে লম্বা নাটক বা টেলিফিল্ম বানিয়েছেন বলে অভিযুক্ত হয়েছেন। আমার ভয়টা এখানেই ছিল। এখন কিছুটা ভারমুক্ত হলাম। কেউ লম্বা নাটক বা টেলিফিল্ম বলেনি আমার সন্তান বাপজানের বায়স্কোপকে। সে সঠিক পরিচয়টিই পেয়েছে’।