কিছুদিন আগেই রাশিয়ার প্রেসিডেন্ট হতে চেয়েছিলেন মার্কিন জনপ্রিয় অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। তবে বাস্তবে নয়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেজে পর্দায় অভিনয় করতে আগ্রহ দেখিয়েছিলেন ‘টাইটানিক’ অভিনেতা। কিন্তু তিনি নিজেই জানতেন না এমনই এক ঐতিহাসিক চরিত্র অপেক্ষা করছেন তাঁর জন্য। সম্প্রতি এই অভিনেতা ভ্লাদিমির লেনিনের চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন।
কয়েকদিন আগেই ‘দ্য রেভেন্যান্ট’ ছবিতে হিউ গ্লাসের ভূমিকায় অভিনয় করে সিনেমা জগতে হইচই ফেলে দিয়েছেন এই অভিনেতা। এরপরেই বাস্তব চরিত্রে অভিনয় করতে আগ্রহী হয়েছেন তিনি। এবার রাশিয়ার বিখ্যাত স্টুডিও থেকে ৪১ বছর বয়সী ডিক্যাপ্রিও ভ্লাদিমির লেনিনের ভূমিকার জন্য মনোনীত হলেন।
এই ছবি মুখপাত্র ভ্যালোরি কার্লভ বলেন, ‘ঐতিহাসিক ছবি তৈরি করা সব সময়ই একটি চ্যালেঞ্জ। ডিক্যাপ্রিওর সঙ্গে লেনিনের চেহারায় অদ্ভুত মিল। দুজনের ছবি পাশাপাশি রাখলে সেটি স্পষ্ট বোঝা যায়। আমাদের হাতে সবকিছুই মজুদ আছে যা দিয়ে তৎকালীন সময়কে ফুটিয়ে তুলতে পারব।’