Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Entertainment Image

আসছে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ‘নাইন’ এবং ‘টেন’



জনপ্রিয় সিনেমা ফ্র্যাঞ্চাইজি ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের অষ্টম সংস্করণ এখনো মুক্তির অপেক্ষায়। ২০১৭ সালে মুক্তি পাবে সিনেমাটি। তবে এরই মধ্যে ফ্র্যাঞ্চাইজিটির নবম এবং দশম সংস্করণের ঘোষণা দিলেন ফ্র্যাঞ্চাইজিটির অন্যতম প্রধান অভিনেতা ভিন ডিজেল।

এ অভিনেতা জানান, ২০১৯ সালের ১৯ এপ্রিল মুক্তি পাবে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের নবম সংস্করণ। এরপর ২০২১ সালের ২ এপ্রিল মুক্তি পাবে দশম সংস্করণ।

এর আগে এ ফ্র্যাঞ্চাইজির সাতটি সিনেমা মুক্তি পেয়েছে। প্রত্যেকটি সিনেমাই দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছে। ২০০১ সালে মুক্তি পায় ফ্র্যাঞ্চাইজিটির প্রথম সিনেমা দ্য ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস। এরপর ২০০৩, ২০০৬, ২০০৯, ২০১১, ২০১৩ এবং ২০১৫ সালে মুক্তি পায় পরবর্তী ছয়টি সিনেমা। ভিন ডিজেলের এ তথ্য ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ভক্তদের জন্য যে আনন্দের খবর তা বলার অপেক্ষা রাখে না।

ভিন ডিজেল এখন ব্যস্ত আছেন এক্সএক্সএক্স : দ্য রিটার্ন অব জান্ডার কেজ সিনেমার শুটিং নিয়ে। সিনেমাটির মাধ্যমে হলিউড সিনেমায় অভিষেক হচ্ছে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের।